জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, জাতিকে সুস্থ রাখতে হলে পুষ্টির প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে সুস্থ রাখতে পুষ্টির উপর নানা পরিকল্পা গ্রহণ করেছেন। পুষ্টির প্রধান খাদ্য দুধ। এই দুধ উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী সারাদেশে ব্যাপকভাবে খামার তৈরির উৎসাহ ও খামারিদের ঋণ প্রদান করে আসছে।
তিনি দিনাজপুরে ৫৪ হাজার খামার রয়েছে উল্লেখ করে আরও বলেন, গাভীর দুধ, মুরগী, ছাগলসহ বিভিন্ন পুষ্টির উৎপাদনে আমরা নির্ভরশীল হতে চাই। আমদানী নয়, রপ্তানি করে বৈদেশিক অর্থ উপার্জন করার পরিকল্পনা রয়েছে এই সরকারের। তিনি প্রতিটি পরিবারকে গরু, মুরগী, ছাগল, ভেড়াসহ বিভিন্ন পুষ্টিজাত পশু পালনে পরামর্শ দিয়ে বলেন, এই পুষ্টি নিজের পরিবারের জন্য সহায়ক হবে এবং অর্থনৈতিক ভাবে লাভবান হবে।
বুধবার দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্ত প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুরুল হক, জেলা কৃতিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ড. মাহফুজা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম, ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি শেখ নাসিম আলী কচি, দিনাজপুর জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান, জেলা প্রাণি সম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা. মো. আনিছুর রহমান। সঞ্চালনে ছিলেন কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল