বেতাগীতে বিশ্ব সাইকেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেতাগী উপজেলা পরিষদ চত্তর থেকে সাইকেলে যাত্রা করেন তিন যুবক।
শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে যুব সংগঠক ও সাংবাদিক অলি আহমেদ, যুব সংগঠক ও শিক্ষার্থী মিঠুন দে ও মো. সুমন মিয়া সাইকেল যাত্রা কর্মসূচিতে অংশ নেন। এসময় সাইকেলে তারা ১১০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেন।
বর্তমানে বাংলাদেশে যান্ত্রিক যানবাহনের ধোয়া পরিবেশ এবং জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এজন্য সাইকেল চালানোর বিষয় সরকারের গুরুত্ব দেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন অংশ গ্রহণকারীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ