বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বিএনপি জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার জন্য দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের সেই স্বপ্ন কোন দিনই পূরন হবে না। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি জামায়াত জোটকে প্রতিহত করতে হবে। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। আর বিএনপি জামায়াত জোট নৈরাজ্যের জোয়ার তোলার অপচেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করে দেশে যোগযোগের ক্ষেত্রে নতুন মাত্রার সৃষ্টি হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যে দিয়ে দেশের অর্থনীতি আরো একধাপ এগিয়ে যাবে।
শুক্রবার দুপুরে বগুড়া মূক-বধির বিদ্যালয়ের বহুতল ভবন ও হাসপাতাল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের প্রতি করুনা নয় বরং সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে। বাংলাদেশ সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তির 'অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা' নিশ্চিতকরণে আইন প্রণয়ন করেন। কারণ আমাদের জাতীয় উন্নয়নে এরাও বড় অবদান রাখতে পারবে। তাই এদের কাজের জায়গাটা আমাদের ঠিক করে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে কাজ করতে হবে।
মূক-বধির বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি তছলিম উদ্দিন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, র্যাব ১২ সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন ইঞ্জিনিয়র, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, বগুড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সামির হোসেন মিশু, মূক-বধির বিদ্যালয়ের সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল প্রমুখ।
বগুড়া মূক-বধির বিদ্যালয়ের বহুতল ভবন ও হাসপাতাল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি বিকালে বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে জেলা যুবলীগের যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন