জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়নাতে কমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দুজনকে খাইয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগে হায়দার আলী (৫০) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গোড়না এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
হায়দার আলী পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ওসি পলাশ চন্দ্র জানান, গ্রেফতার হায়দার আলী মেয়েটির বাবার বন্ধু ছিলেন। এই সুবাদে মেয়েটির বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তিনি। গত বুধবার রাতে ওই মেয়ে ও তার বাবা বাড়িতে ছিলেন। তখন হায়দার আলী কমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দুজনকেই খাইয়ে দেন। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়লে বাবাকে রুমের মধ্যে রেখে মেয়েকে ধর্ষণ করে পলিয়ে যান হায়দার আলী।
ওসি আরও জানান, সকালে স্থানীয়রা বাবা-মেয়ে দুজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে হায়দার আলীকে গ্রফতার করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ