রংপুরের পীরগাছায় অটোরিকশার ধাক্কায় ইশরাত জান্নাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইশরাত পীরগাছা উপজেলা সদর ইউনিয়নের ফরিকরটারী গ্রামের কৃষক ইনসান আলীর মেয়ে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার আগে ফকিরটারীর কদমতলা-চৌধুরানী সড়ক পার হচ্ছিলো ইশরাত। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা ইশরাতকে সজোরে ধাক্কায় দেয়। এতে রাস্তায় ছিটকে ঘটনাস্থলেই মারা যায় ইশরাত। এলাকাবাসী অটোরিকশাকে ধাওয়া করে আটক করে এবং রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। পরে উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমানসহ পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পীরগাছা থানার এসআই আনিসুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বিক্ষুব্ধ এলাকাবাসীরা কদমতলা-চৌধুরানী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করেছিল। আমরা উত্তেজিত জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করি। এলাকাবাসীর হাতে আটক অটোরিকশা চালককে উপজেলা চেয়ারম্যান নিজ জিম্মায় নিয়েছেন। এ ব্যাপারে ইশরাতের পরিবার থানায় কোন অভিযোগ দেয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন