শুধু দেশের অভ্যন্তরে নয়, এই প্রজন্মের শিক্ষার্থীদের বহির্বিশ্বের শিক্ষার্থীদের সঙ্গেও প্রতিযোগিতায় থাকতে হবে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে। আগামীর পৃথিবীতে টিকে থাকতে হলে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গেও প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা যাবে না।
শুক্রবার গাজীপুরে মেঘের ছায়া রিসোর্টে গাজীপুর সিটি কলেজের ১ম পুনর্মিলনী ও ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
গাজীপুর সিটি কলেজের সাবেক সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আ. মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. আমীর হোসাইন রাহাত প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ