ময়মনসিংহের ফুলপুরে ৬ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববির নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয়।
জানা যায়, এই ৬ ডায়াগনস্টিক সেন্টার ছাড়াও ফুলপুরে আরও ২২টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। প্রতিদিনই পর্যাপ্ত পরিমাণ রোগী সরকারি হাসপাতালে না গিয়ে তাদের কাছে উন্নত সেবার আশায় আসেন। এসে কেউ কেউ প্রতারণার শিকার হন ও উন্নত সেবা পাওয়ার পরিবর্তে অতিরিক্ত টেস্টের মাধ্যমে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কষ্ট পেয়ে বাড়ি ফেরেন। এজন্য প্রশাসনের এ অভিযানে খুশি হয়েছেন ভুক্তভোগীরা।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান ও ফুলপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ