‘এসো খেলা করি, আলোকিত সমাজ গড়ি’ স্লোগানে দীপশিখা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কিশোরগঞ্জের কটিয়াদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। শুক্রবার বিকালে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে আলোর মশাল ক্রীড়া চক্র ও ধ্রুবতারা ক্রীড়া সংঘ।
দীপশিখা স্পোর্টিং ক্লাবের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান। এ সময় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান সোহাগ, ক্লাবের সদস্য আশরাফিজুর রহমান হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
ম্যাচ পরিচালনা করেন বাচ্চু মিয়া, মো. হুমায়ুন ও জীবন মিয়া। ধারা বর্ণনায় ছিলেন আনোয়ার হোসেন হিমন। খেলায় দু’দলই ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। আলোর মশাল ক্রীড়া চক্রকে হারিয়ে ধ্রুবতারা ক্রীড়া সংঘ বিজয়ী হয়। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দীপশিখা স্পোর্টিং ক্লাবের সভাপতি বদরুল আলম নাঈম বলেন, যুব সমাজকে মাদকসহ সব ধরণের অপরাধ থেকে মুক্ত রাখতে এ ধরণের প্রীতি ম্যাচের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে রক্ষা করার ক্ষেত্রেও এ ধরণের প্রীতি ম্যাচ ভূমিকা রাখবে। এই লক্ষ্য নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, খেলাধুলা হোক মাদক নির্মূলের হাতিয়ার। বার্ধক্যে এসে একসময় খেলাধুলা করার দীর্ঘ মেয়াদী উপকারিতা পাচ্ছি। নীরোগ জীবন উপভোগ করতে খেলাধুলা বা ব্যায়ামের বিকল্প নেই। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বিভিন্ন গ্রাম থেকে আসেন নানা বয়সী দর্শক। দীর্ঘদিন পর এমন মনোমুগ্ধকর খেলা দেখতে পেরে দারুণ খুশি তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর