ময়মনসিংহের তারাকান্দায় ঘরের ভেতরে চোখ বেঁধে কানামাছি খেলতে গিয়ে খাট থেকে পড়ে মোস্তাকিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পঙ্গুয়াই গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাইরে বৃষ্টি থাকায় তিন ভাই বোন মিলে খেলাধুলা করার সময় খাট থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোস্তাকিম পঙ্গুয়াই গ্রামের আবু হানিফের ছেলে। আবু হানিফ ঢাকায় কাজ করেন।
মোস্তাকিমের মা তানিয়া আক্তার বলেন, তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি ও আমার ঝাঁ মনি আক্তার রান্না ঘরে রান্না করছিলাম। মোস্তাকিমের বাবা আবু হানিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর