মেহেরপুরে পৃথক পৃথক অভিযানে ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় সাত, সিআর মামলায় চার, নিয়মিত মামলায় পাঁচ ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত একজন।
গ্রেফতারদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আসামিদের মধ্যে গাংনী থানায় ১০ জন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে চারজন, সদর থানা পুলিশ দু’জন ও মুজিবনগর থানা পুলিশ এক জনকে গ্রেফতার করে।
মেহেরপুর পুলিশ সুপারের (এসপি) কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ সুপারের নির্দেশে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি শাহ দারা খান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে শুক্রবার দিনগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৭ আসামিকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন