সাংবাদিকদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি বলেন, দেশের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। তাদের আরও বেশি দক্ষ আর প্রশিক্ষিত হওয়া প্রয়োজন। কারণ সাংবাদিকরাই দেশের আলোর প্রতিফলন ঘটায়। তাই সঠিক তথ্য উপাত্ত উপস্থান সর্ম্পকে সাংবাদিকদের ধারণা আরও বেশি ত্বরান্তিত করতে হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রিন্ট ও উলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিচারপতি মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলমের সভাপতিত্বে এতে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল আইনটি নিয়ে আসেন। কারণ সাংবাদিকদের মধ্যেও ন্যায়-অন্যায় থাকতে পারে। তাই সাংবাদিকদের সঠিক পথ দেখানোর জন্য এ আইন। সারাদেশে সাংবাদিকদের তথ্য সংগ্রহের নানা সমস্যা রয়েছে। তার মূল কারণ হচ্ছে সঠিক প্রশিক্ষণ। প্রশিক্ষণ না থাকলে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেষ্টা করছে তথ্য অধিকার আইন আচরণবিধি সর্ম্পকে জানানো। সাংবাদিকরা সঠিক তথ্য উপস্থাপন করলে দেশের জনগণ উপকৃত হবে। এসময় তিনি তৃণমূল সাংবাদিকদের তথ্য অধিকার সর্ম্পকে আরও বেশি প্রশিক্ষশণ গ্রহণ করার আহ্বান জানান।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪২জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কালাম