অটোরিকশার ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যান কৃষকলীগ নেতা। সেই অটোরিকশাই তার বুকের ওপর দিয়ে চলে যায়। এরপর তিনদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মারা যান তিনি।
নিহত কৃষকলীগ নেতার নাম রহিম মজুমদার (৫০)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও উপজেলার নারায়ণকোট গ্রামের উজির আহমেদের ছেলে। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে রেখে যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নাঙ্গলকোটের জোড্ডা বাজারের উত্তরাংশের স’মিল সংলগ্ন স্থানে রাস্তার একপাশ ধরে হেঁটে যাচ্ছিলেন রহিম মজুমদার। এসময় পেছন দিক থেকে তাকে সজোরে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান তিনি। তারপর অটোরিকশাটি তার বুকের ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়।
নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জানান, রহিম মজুমদার অত্যন্ত সরলমনা, বিনয়ী মানুষ ছিলেন। এটা নিছক সড়ক দুর্ঘটনা নয়। আমাদের কাছে এটা ঠাণ্ডামাথার হত্যাকাণ্ড মনে হয়েছে। কারণ যে অটোরিকশা দুর্ঘটনাটি সংঘটিত করে, ওই অটোরিকশার চালককে আটক করতে গেলে একটা পক্ষ ছাড়িয়ে নিয়ে যায়। যারা আটক করতে যায়, তাদের ওপরও হামলা হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, আমরা রহিম মজুমদারের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ ঘটনায় মামলা হবে। মামলার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম