সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনি ও উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ নিবাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ইভিএমে দুইটি ইউনিয়নের ২৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
দুই ইউনিয়নে নৌকা সমর্থীত প্রার্থী ছাড়াও ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও সাধারণ সদস্য পদে ৭৫ জন ও নারী সদস্য পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট অবাধ সুষ্ঠু করতে বিপুল পরিমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় ভোটাররা নানা বিড়ম্বনার স্বীকার হচ্ছেন। দুটি ইউনিয়নে প্রায় পঞ্চাশ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
বিডি প্রতিদিন/হিমেল