বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছেন মাদারীপুর জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে শহরের প্রাণকেন্দ্র মেলর্বোন প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তি, সাধারণ সম্পাদক আকমল খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম লিটু, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক আ. রহমান চৌকিদার, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, যুবদল নেতা কামাল সরদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন