লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার বাউরা ইউনিয়নের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মেহের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার বাউরা কবরস্থান এলাকায় মহাসড়ক পারাপারের চেষ্টা করেন বৃদ্ধ আব্দুল আজিজ। এ সময় বাউরা থেকে পাটগ্রামগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় ।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
বিডি প্রতিদিন/এএম