বগুড়া জেলার ধুনট উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী পাপ্পু (৩৮) ও কাফি আলম (৩২) থানার ওসির হাতে ফুল দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন। শনিবার রাতে ধুনট থানায় হাজির হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে অঙ্গিকারবদ্ধ হয় এই দুই মাদক ব্যবসায়ী।
জানা যায়, ধুনট পৌরসভার উত্তর অফিসারপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে মোঃ পাপ্পু দীর্ঘদিন দরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২০টির মতো মাদক মামলা দায়ের হয়। এই সব মামলায় একাধিকবার জেল হাজতও খাটতে হয়েছে এই উপজেলার শীর্ষ হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী পাপ্পুকে। কিন্তু হঠাৎ করেই এই শীর্ষ মাদক ব্যবসায়ী অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসতে চায়। সর্বশেষ গত ১২ জুন বগুড়ার কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন ধুনট উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী পাপ্পু। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার হাতে ফুলের তোড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্ট্যাম্পে স্বাক্ষরও করে পাপ্পু।
এছাড়াও কাফি আলম (৩২) নামে আরেক মাদক ব্যবসায়ীও ওসির হাতে হাতে ফুলের তোড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গিকার করেন। তার বাড়ি হেউটনগর গ্রামে। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধেও প্রায় ১০টির মতো মাদক মামলা রয়েছে।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মাদক মানুষকে নিস্ব করে দেয়। পরিবার পরিজন নিয়ে বাড়িতে ঘুমাতেও পারে না। তাই অনেকেই মাদক ছেড়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। তবে তাদেরকে কোন কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে দেশে অনেকটাই মাদক নিয়ন্ত্রন করা সম্ভব হবে। তবে যেসব মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরতে অঙ্গিকার করছেন তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হবে।
বিডি প্রতিদিন/এএ