ময়মনসিংহের ফুলপুরে ঢালাই সড়ক নির্মাণে ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ফুলপুর উপজেলা পরিষদের পশ্চিম পাশে গোদারিয়া মাদরাসার দিকে যেতে গ্রামীণ টাওয়ার থেকে হাতের ডানে সঞ্চুরগামী পাকা রাস্তায় মারফত আলীর বাড়ি হয়ে হামিদের বাড়ি থেকে কাঠ ব্যবসায়ী আব্দুল গফুরের বাড়ি পর্যন্ত রাস্তাটি নিয়ে এ অভিযোগ ওঠে।
জানা যায়, প্রায় ৬ মাস আগে রাস্তার কাজ শুরু হলেও এখনো এর কোন অগ্রগতি নেই। সরেজমিন গিয়ে দেখা যায়, যতটুকু কাজ হয়েছে এর উভয় পাশে নিচু জমি থাকায় এখনই রাস্তা বিভিন্ন জায়গায় ফেটে ও ভেঙে গর্ত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় ওই এলাকার লোকজনকে কষ্টে চলাচল করতে হচ্ছে। অল্প বৃষ্টি হলেই ওই সড়ক তলিয়ে যায়। এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে বাকি কাজ সম্পন্ন করার ও মান সম্পন্ন সামগ্রী ব্যবহারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমাদ বলেন, এটি আমার ওয়ার্ডের একটি সড়ক। আমরা যদি সময়মত এসব কাজ না করতে পারি তাহলে পরবর্তীতে জনগণের সামনে গিয়ে জবাবদিহি করতে হয়। তাই কাজটি ভাল হোক, দ্রুততম সময়ের মধ্যে হোক এটা আমারও দাবি।
এ বিষয়ে ঠিকাদার শহিদুল হক ও কামালের সাথে কথা বললে তারা নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি অস্বীকার করে বলেন, সময়মত টাকা না পাওয়ায় কাজে সময় লাগছে। মেয়র শশধর সেন বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ