বাাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাগণের পেশাগত বৈষম্য দূরীকরণ; নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা সংযোজনের দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ডুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডুয়েট অফিসার্স এসোসিয়েশনের সদস্যগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: শামছুদ্দিন, বাাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও ডুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা ও অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী মো: হারুন-আল-রশীদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ