অ্যাম্বুলেন্সে ও প্রাইভেটকারে পাওয়া গেল ফেনসিডিল ও গাঁজার চালান। রংপুর র্যাব-১৩ পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার বিকেলে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃতরা হল, রংপুর আরপিএমপি কোতয়ালী থানার শালবন মিস্ত্রীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. হাবিব মিয়া (৪০) ও মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/এএম