লক্ষ্মীপুরে ৫শ এতিম শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করেছে ৫২র সিঁড়ি বেড়ে ৭১ পাঠাগার। সোমবার দুপুরে জেলা সরকারি শিশু পরিবার, খিলবাইছা কাসিমুল উলুম মাদ্রাসা ও রাজিয়া বেগম হাফিজিয়া এতিমখানায় এতিমদের নিয়ে এ ফল উৎসব করা হয়।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নেওয়াজ শরীফের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ একেএম শাহ আলম, শফিউল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, আমজাদ হোসেন আজিম, পাঠাগারের সাধারণ সম্পাদক মহি উদ্দিন, আব্দুল মোতালেব, ছাত্রনেতা নেওয়াজ রাউফ প্রমুখ।
পৃষ্ঠপোষক নেওয়াজ শরীফ বলেন, বিগত কয়েক বছর ধরে এই সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছে। এবার আমরা আয়োজন করেছি ফল উৎসবের। এতে করে এতিম শিশুরা মৌসুমী ফলের স্বাদ গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/এএ