চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নে এক অভিযানে পাঁচটি ওয়ান শুটারগানসহ মো. রিয়াদ (২৪) নামে এক যুবকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক মো. রিয়াদ উক্ত এলাকার মোজাফফরের ছেলে। এর আগে নানাভাবে র্যাব সদস্যরা জানতে পারেন লোহাগাড়া এলাকায় একটি অস্ত্রের সিন্ডিকেট গড়ে উঠেছে যারা বিভিন্ন কাজে অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার।
তিনি বলেন, পদুয়া এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. রিয়াদ বসতঘরে মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাত দুইটার দিকে তাকে আটক করা হয়। এসময় ঘরে টিনশেড কক্ষের ভিতর মাটির নিচে প্লাস্টিকের বস্তার থেকে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ