শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি আবহাওয়ার তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকসেদুর রহমান লেবু । এতে বিশেষ অতিথি ছিলেন বীনা নালিতাবাড়ী উপ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মাহবুবুল আলম তরফদার, ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, মওদুদ আহমেদ প্রমুখ।
সেমিনারে উপস্থিত কৃষকদের www.bamis.gov.bd তে গিয়ে আবহাওয়ার পূর্বাভাস জেনে চাষাবাদ করার জন্য অবহিত করেন । বিডিপ্রতিদিন/কবিরুল