বরগুনার পাথরঘাটায় গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের সহযোগীতায় ও সেভ দ্যা সাউথ বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় বরিশাল গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. নুরুল ইসলাম পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নসহ এলাকার প্রায় ৩৫০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করেন। এদের মধ্য থেকে ২০ জনকে ছানি অপারেশনের জন্য বরিশাল গ্রামীন জিসি চক্ষু হাসপাতালে নেয়া হয়।
তাদের চোখের অপরেশন সম্পন্ন হওয়ার পর বাস যোগে রোগীদের তাদের নিজ এলাকায় পৌঁছে দেবার কথা জানান সেভ দ্যা সাউথ বাংলা ফাউন্ডেশনের সাধারন সম্পাদন এএসএম জসিম।
বিডি প্রতিদিন/এএ