নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে শারমিন খাতুন নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার আটোয়া (বিলপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু শারমিন একই এলাকার শামীম হোসেনের মেয়ে।
এলাকাবাসী জানায়, সোমবার দুপুর পৌনে বারোটার দিকে সে তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে পরবর্তীতে পুকুরের জাল নামিয়ে শিশু শারমিন এর মরদেহ পাওয়া যায় ।
বিডি প্রতিদিন/এএ