কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয় (এপিবিএন) এর সদস্যরা।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয় (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার ভোররাতে উপজেলার হোয়াক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা রশিদ উল্লাহ প্রকাশ রফিক (২৩) এবং মাষ্টার আবু সালাম (৩৫)কে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশী অস্ত্র ৪টি রামদা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আটককৃত রোহিঙ্গাদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ