নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে চট্টগ্রাম বিভাগের আওতায় জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভার্চুয়াল (জুম) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালী এলজিইডির কামরুল ইসলাম ছিদ্দিক হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এনামুল হক এর এর সভাপতিত্বে নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক, জেলা সিনিয়র প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগসহ বিভিন্ন ঠিকাদার, এলজিইডি থানা কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের অধীনে জেলাগুলো অংশগ্রহণ করে।
বিডিপ্রতিদিন/কবিরুল