পাবনায় ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাত ১২টা ১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন।
বৃহস্পতিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রাশাসক রেজাউল রহিম লাল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সকালে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী এ দিবস পালন কর্মসূচি উদ্বোধন করেন। এরপর জেলা উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে শোভাযাত্রা করার পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া এ দিবস পালনের কর্মসূচীতে সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনও রয়েছে।
বিডি প্রতিদিন/এএ