২৭ জুন, ২০২২ ১৯:৫৭

বাবা-মা’র সামনেই ডুবে গেল শিশু, একদিন পর মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

বাবা-মা’র সামনেই ডুবে গেল শিশু, একদিন পর মরদেহ উদ্ধার

নদীপাড়ে লোকজনের সমাগম

ঝালকাঠির বাসন্ডা নদীতে ডুবে যাওয়ার একদিন পর হাসান নামে দের বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার নেছারাবাদ মহিলা মাদ্রাসার সামনে বাসন্ডা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস হাওলাদার বলেন, বাসন্ডা নদীর তীরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে শিশুর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

মৃত শিশুটির বাবা মামুন সরদার বলেন, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠির বাসন্ডা নদীতে ফেলে রাখা জাল তুলছিলাম। নৌকায় আমার স্ত্রী সুমী বেগম এবং একমাত্র ছেলে হাসান ছিল। ঘটনার সময় আমার সাথে স্ত্রীও নৌকায় জাল তুলছিল। নৌকার মধ্যেই খেলতে খেলতে হঠাৎ বাচ্চাটি পানিতে পড়ে যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমরা এবং বরিশাল নৌ-ফায়ার স্টেশনের ডুবুরিদল নিখোঁজ শিশুটি উদ্ধারে সন্ধান চালাই। সোমবার দুপুর ২টায় হাসানের লাশ উদ্ধারের পর নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মৎস্যজীবী অসীম সরদার বলেন, চারটি নৌকা নিয়ে মাছ ধরতে আমরা ১২ জন ঝালকাঠিতে আসছি। আমাদের সকলের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামে। আমরা সবাই বেদে সম্প্রদায়ের লোক।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর