পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির আঙিনা থেকে রথ টানার মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহাবাড়ি সার্বজনীন মন্দির আঙিনায় এসে শেষ হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোয় দে, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি দীলিপ বণিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি ডা. এস বিমলসহ সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উল্টো রথযাত্রা আগামী ৯ জুলাই সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির আঙিনায এসে পৌঁছাবে। ৯ দিনব্যাপী সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই