সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ১ হাজার বন্যার্ত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
আজ শুক্রবার ( ১ লা জুলাই ) সকাল ১০টায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
অন্যদিকে দুপুর ২টায় জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনের নিকট ২৫ লাখ টাকার জরুরি ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের সুনামগঞ্জ-সিলেটের ত্রাণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ডা. হালিমুর রেজা।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলার এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিনা আক্তার, সিলেট সুনামগঞ্জ অঞ্চলের গণস্বাস্থ্য ত্রাণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ডা. হালিমুর রেজা, গণস্বাস্থ্য কেন্দ্র পাগলা’র স্থানীয় পরিচালক জনাব আদুল আওয়াল, গণস্বাস্থ্য কেন্দ্রের শিল্পায়ন বিভাগের কর্মকর্তা আবুল হাসান, মানব সম্পদ কর্মকর্তা শাহনাজ পারভিন, পাগলা কেদ্রের ম্যানেজার কামাল হোসেনসহ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগণ।
ডা. হালিমুর রেজা বলেন, ‘শান্তিগঞ্জ উপজেলার গণস্বাস্থ্য কেন্দ্র পাগলা এবং আশেপাশের এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণের জন্য উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, নির্বাচিত মহিলা মেম্বারদের নিয়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝ থেকে ১০০০ পরিবার বাছাই করে এই ত্রাণ দেয়া হয়। সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়।’
সিভিল সার্জন অফিসে অনুদান হিসেবে দেয়া ওষুধগুলো ইউএনএইচসিআর-এর অর্থায়নে সরবরাহ করা হয়। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গা স্বাস্থ্য সেবায় তাদের সহযোগী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রকে সিলেট-সুনামগঞ্জ এর বন্যা মোকাবেলায় বিপুল পরিমাণ ওষুধ, সাধারণ সেলাই ড্রেসিংয়ের যন্ত্রপাতি ও মেডিকেল কনজিউমেবল দান করেছে।
গণস্বাস্থ্যসকেন্দ্রের নিজস্ব ছয়টি মেডিকেল টিমের পাশাপাশি সুনামগঞ্জের সিভিল সার্জন অফিসের মাধ্যমে এই ওষুধগুলি বন্যায় ক্ষতিগ্রস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য ব্যবহার হবে।
এছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্য আরেকটি সহযোগী প্রতিষ্ঠান মাল্টিসার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ; সার্জিক্যাল মাস্ক ৪০০০০, এলকোহল হ্যান্ড রাব ৬০০ বোতল, কাপড়ের মাস্ক ৫০০০, ন্যাপকিন টিস্যু ১০০ পিছ, ফেসিয়াল ১০০ পিছ, হ্যান্ড সেনিটাইজারস ১০০০ বোতল, লিকুইড সাবান ৪০০০ বোতল বন্যাদুর্গতদের সাহায্যার্থে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল