ঈদুল আজহাকে সমানে রেখে পাহাড় থেকে বাহারি রঙের গরু আনা হচ্ছে রাঙামাটি শহরের হাটে। এরই মধ্যে পশুর হাটে আনাগোনা বেড়েছে ক্রেতা বিক্রেতাদের। বাজার এখনো জমে না উঠেনি। কিন্তু তবুও পশুর হাটে প্রস্তুত রাখা হচ্ছে গরু মহিষ ও ছাগল। পাহাড়ি গরুর দখলে যাবে রাঙামাটির পশুর হাট, বলছেন ব্যাপারীরা।
অন্যদিকে এ পশুর হাটে করোনা সংক্রমণ এড়াতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে এরই মধ্যে জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভার সমন্বয়ে গঠন করা হয়েছে বিশেষ দল। এ দলটি কাজ করবে কোরবানি পশুর হাটে। যারা স্বাস্থ্যবিধির নিষেধ মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার রাঙামাটি জেলায় পশুর হাট বসবে ৬টি। এর মধ্যে রাঙামাটি পৌরসভার অধীনে একটি। সেটা হলো-শহরের ট্টাক টার্মিনাল এলাকায়। এছাড়া জেলার বাঘাইছড়ি, লংগদু, কাপ্তাই ও কাউখালী উপজেলায় একটি করে পশুর হাট বসানো হবে। এছাড়া ঈদুল-আজহা অর্থাৎ কোরবানি ঈদের জন্য জামাতও নির্ধারণ করা হয়েছে। একই সাথে পশু জবাই স্থানও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
রাঙামাটির পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী বলেন, জেলা প্রশাসনের সাথে এক বিশেষ সভায় পশুর হাট স্থাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার পৌরসভার পক্ষ থেকে মাত্র একটি পশুর হাট বসেছে। করোনা সংক্রমণ এড়াতে পশুর হাটে পৌরসভার পক্ষ থেকে একটি দল গঠন করা হয়েছে, তারা সার্বক্ষণিক কাজ কবেন। এবার পশু জবাই স্থানগুলো কমিয়ে আনা হয়েছে। আগে ৪৩টি স্থানে পশু জবাই করা হলেও এবার হবে মাত্র ৩২টিতে। এছাড়া দ্রুত বর্জ্য নিরসণের জন্য পৌর কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসন মো. মিজানুর রহমান বলেন, কোরবানির ঈদকে ঘিরে করোনা সংক্রমণ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশুর হাটের পর্যবেক্ষণ করার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাপারী কিংবা ক্রেতা কেউ যদি মাস্ক ছাড়া পশুর হাটে আসে তাদের কঠোর শাস্তি প্রদান করা হবে। এছাড়া দালাল ও জাল টাকার দৌরাত্ম্য কমাতে কাজ করবে জেলা পুলিশ সুপারে সাদা পোশাকের বিশেষ দল।
অন্যদিকে, আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরবানির ঈদ। কিন্তু এখনো জমে উঠেনি পশুর হাটগুলো। তবে পাহাড় থেকে আসতে শুরু করেছে গরু। ঈদের আগ মুহূর্তে জমে উঠবে হাট-এমনটা প্রত্যাশা স্থানীয়দের।
বিডি প্রতিদিন/এমআই