২ জুলাই, ২০২২ ২১:০৭

লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুরে ৬ষ্ঠ শ্রেণির দুই মাদ্রাসাছাত্রীকে ইভটিজিং করার দায়ে দুই যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদন্ড দেয়া হয়। এর আগে উপজেলার হালিমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার দুই ছাত্রীকে পূর্বলাছ এলাকার খেজুরতলা এলাকায় উত্যাক্ত করে ওই দুই যুবক।

দন্ডপ্রাপ্তরা হলেন- আহাদ হোসেন (২৩) এবং জাহিদুল ইসলাম সবুজ (১৯)।

রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, উপজেলার পূর্বলাছ এলাকায় দীর্ঘদিন ধরে ইভটিজিং করছিলো বখাটেরা। শনিবার দুপুরে মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রীকে উত্যাক্ত করছিল। এসময় স্থানীয় তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে কুপ্রস্তাব ও নারীর শ্লীলতাহানির অপরাধ স্বীকার করায় দুই যুবককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় রায়পুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর