২ জুলাই, ২০২২ ২১:৩২

শিক্ষক হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে শিক্ষক সমিতির মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

শিক্ষক হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে শিক্ষক সমিতির মানববন্ধন

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও মাধ্যমিক শিক্ষাকে জাতীয়কণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল জেলা শাখা। আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দিয়ে কলেজ প্রাঙ্গণে ঘুরানোর প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২ জুলাই) দুপুরে শহরের স্থানীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলার শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক ও শিক্ষকবৃন্দ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল।

এসময় সাধারণ সম্পাদক মীর নরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রিয় কমিটির সহসভাপতি গোলাম রব্বানী, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হেসেন, গোপালপুর উপজেলা শাখার সভাপতি জিএম ফারুক, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর