নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে ট্রাক চাপায় আব্দুর রাহিম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আজ রবিবার বিকালে সাহিতপুর গুচ্ছগ্রাম এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আব্দুর রাহিম ঈশ্বগঞ্জ উপজেলার খুরশিপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরোহী একসাথে তিনজন মিলে কেন্দুয়া থেকে ঈশ্বরগঞ্জ যাওয়ার পথে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের সাহিতপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 
তবে আহত অন্য দুইজন মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুই মোটরসাইকেল আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        