বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
সোমবার বিকেলে সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
শহরের স্থানীয় ডিজে হাইস্কুল খেলা মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ভবানীপুর সরকারি প্রামথিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শিক্ষক দৌলন কুমার মোহন্ত, জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আব্দুল হালীম খোকন প্রমুখ বক্তব্য রাখেন। এই ফুটবল টুর্নামেন্টে পৌরসভাসহ দশ ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফুটবল দল অংশ নেবেন বলে আয়োজক উপজেলা শিক্ষা অফিস জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন