নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ, নোয়াখালীর উদ্যোগে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়। আগামী ছয় দিন এই মেলা চলবে।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা ঈদগাহ মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এ সময় অতিরিক্তি পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা-সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন স্টলে ফলদ, বনজ ও ঔষদী গাছ বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম