ময়মনসিংহের ফুলপুরকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত অর্থাৎ 'ক' শ্রেণিমুক্ত ঘোষণা করা হচ্ছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে ফুলপুরে (প্রথম পর্যায়ে ৯৭টি, দ্বিতীয় ৩০ ও তৃতীয় পর্যায়ে দুই বারে 8০ ও ১০টি) মোট ১৭৭টি পরিবারকে ২ শতাংশ করে জমি সাফ কাওলা লিখে দিয়ে এর উপর প্রতিটি পরিবারের জন্য ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা করে ব্যয়ে একটি আধা পাকা ভবনে ২টি করে শয়ন কক্ষ, ১টি বাথরুম, ১টি রান্নাঘর, ১টি ইউটিলিটি স্পেস ও ১টি বারান্দাসহ গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।
এরপর উপজেলা টাস্কফোর্স কমিটি, প্রকল্প বাস্তবায়ন কমিটি ও উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলায় আর কোন ভূমিহীন ও গৃহহীন না থাকার ব্যাপারে ঐক্যমত পোষণ করায় ২১ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলপুরকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত বা 'ক' শ্রেণিমুক্ত ঘোষণা করবেন।
এসময় ময়মনসিংহের ভালুকা, নান্দাইল, ফুলপুর ও ফুলবাড়িয়াসহ সারাদেশের মোট ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে বলে আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ১০টি ঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার জানান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা প্রকৌশলী রকিব উল হাফিজ, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, সহকারি প্রোগ্রামার হাবিবুল্লাহ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম, মোস্তফা খান, এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন