ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আগামী ২১ জুলাই এসব জমি ও গৃহ হস্তান্তর করা হবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মন্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোমেনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনসহ গণমাধ্যম কর্মীরা।
এসময় জানানো হয়, জেলার ৬ উপজেলায় মোট ৪৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আগামী ২১ জুলাই জমি ও গৃহ হস্তান্তর করা হবে। একইদিন ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা