দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন। এ উপলক্ষে সদর উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে মাহান পাড়া আশ্রায়ণ প্রকল্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ শ্লোগানে মুজিব শতবর্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে এক হাজার ৪১৩টি একক গৃহ হস্তাস্তরের মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে পঞ্চগড়। আর এর মাধ্যমে দেশের প্রথম জেলা হিসেবে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে পঞ্চগড়। এই জেলার ৪৩টি ইউনিয়নের মোট ৪ হাজার ৮৫০ জন গৃহ ও ভূমিহীন মানুষকে ঘর প্রদান করা হয়েছে। গৃহ ও ভূমিহীন মানুষ নির্ধারণ করার জন্য এর আগে নোটিশ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের তথ্য বিনিময়, হাটবাজারে ঢোলাইসহ মাইকিং করা হয়।’
জেলা প্রশাসক আরও জানান’ ‘প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সাথে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা ও সুপেয় পানির জন্য নলকূপ।’
এসময় তিনি আরও বলেন, ‘আগামী ২১ তারিখ সকাল ৯টায় ভার্চুয়াল সংযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় জেলাকে দেশের প্রথম ভূমিহীন-গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন। এসময় প্রধানমন্ত্রীর মাহান পাড়া আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে কথা বলার কথা রয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ প্রেসসচিবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা।
বিডি প্রতিদিন/ফারজানা