"বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ" শ্লোগান নিয়ে ফেনীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ জহির রায়হান প্রাঙ্গণ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। উদ্বোধনের আগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি ফেনী আলিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনের পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাহমুদুর হাসান, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মাকসদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক একরাম উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী সমিতি, নার্সারী মালিক সমিতি, করাতকল মালিক সমিতির সহযোগীতায় মেলায় ২০টি স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন বৃক্ষের রকমারি চারা বিক্রয় হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল