চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুরে পলিটেকনিক ছাত্র সাব্বির হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বারঘরিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরে প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সাব্বিরের পিতা মনিরুল ইসলাম, মা শেফালি বেগম, শিক্ষক আজমল হোসেন, ছাত্র আব্দুর রাহিম, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম আলী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক প্রমূখ। এ মানববন্ধনে শিক্ষার্থীসহ এলাকার নারী-পুরুষ অংশ নেন।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়া এলাকায় মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাব্বির (২০) নিহত হন। এঘটনায় এজাহার নামীয় ৮ আসামির মধ্যে ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল