চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার সময় ট্রেনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ শাহ আলম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত আটটার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহ আলমের ভাই নূরে আলম বলেন, আমার ভাই চাঁদপুর থেকে ট্রেনে কাজের উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছিল। ট্রেন স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পরে ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, আমার ভাই আর নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চাঁদপুর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে কর্তব্যরত চিকিৎসক জানান ওই যুবক মারা গেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ