বরগুনা জেলা কৃষক লীগের সভাপতি ও ঢলুয়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপনের নির্দেশে হত্যার উদ্দেশে ঢলুয়া ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের ২ সদস্যর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের খাজুরতলা মাদ্রাসা এলাকায় চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার রিয়াজ ও চেয়ারম্যানের ভাইদের নেতৃত্বে এই হামলার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা এবং আহত ইউপি সদস্যরা সাংবাদিকদের নিকট অভিযোগ করেন।
গুরুত্বর আহত অবস্থায় আহত ইউপি সদস্য মো. কবির এবং গোলাম ফরিদকে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা হাসপাতাল নিয়ে যায়। অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত বরগুনা থানার উপ-পরিদর্শক দেবাশিষ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চেয়ারম্যানের সাথে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহতদের আঘাত গুরুত্বর।
আহত ইউপি সদস্য কবির এবং গোলাম ফরিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপনের বিরুদ্বে সংরক্ষিত ইউপি সদস্য খাদিজা আক্তার ছবি সেবামূলক সরকারি বরাদ্দ সেবাগ্রহনকারীদের নিকট থেকে অর্থ আদায়সহ দুর্নীতির অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের মন্ত্রণালয়ের তদন্তে ঐ দুই ইউপি সদস্যসহ ভুক্তভোগীরা সাক্ষী দেয়ার চেয়ারম্যান তাদের উপর ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায় বলে অভিযোগ করেন ইউপি সদস্যরা।
ইউপি সদস্য কবির বলেন, মঙ্গলবার সন্ধা ৬টার দিকে আমরা মটর সাইকেল যোগে আসার সময় আমাদের পথরোধ করে চেয়ারম্যানের ড্রাইভার রিয়াজের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দ্যেশে হামলা করা হয়।
ইউপি সদস্যদের উপর হামলার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আজিজুল হক স্বপন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাদের সাথে আমার বিরোধ আছে, কিন্তু তাই বলে আমি কেন তাদের উপর হামলা চালাবো? তার গাড়ির ড্রাইভারের নেতৃত্বে হামলা করার অভিযোগের বিষয় তিনি বলেন, আমি জানিনা। তবে এটা ঠিক নয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২ জন ইউপি সদস্যর উপর হামলার ঘটনা শুনেছি। অফিসার পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ