যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে ৩০ হাজার মার্কিন ডলার ডলারসহ জেরিন সুলতানা (৩৮) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাঞ্জেজার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের সদস্যরা।ভআটক জেরিন ঢাকার দেনডাবর আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারত থেকে এক নারী যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকায় টহল জোরদার করা হয়। পরে আইসিপি ক্যাম্পের একটি টহলদল প্যাঞ্জেজার টার্মিনালের সামনে থেকে অভিযানে চালিয়ে ভারত থেকে আসা ওই যাত্রীকে আটক পূর্বক ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ