প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঝিনাইদহে ২৫৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করেন প্রশাসক। সভাপতিত্বে করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) রাজীবুল ইসলাম খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ জেলায় কর্মরত সাংবাদিকগণ।
বক্তারা জানান, জেলায় আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে ২৫৭ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর দেওয়া হবে। এরমধ্যে সদর উপজেলায় ১০০টি, শৈলকুপায় ৯টি, হরিণাকুন্ডুতে ৩৪টি, কালীগঞ্জে ২৪টি, কোটচাঁদপুরে ৭৪টি এবং মহেশপুর উপজেলাতে ১৬ পরিবারকে ঘর ও জমি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা