মোবাইলফোনে পাবজি গেমস খেলার সময় চুয়াডাঙ্গায় ১০৮ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দৌলাতদিয়াড় গ্রামের তাসনিম নূর নামের একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালায়। এসময় সেখানে পাবজি গেমস খেলা অবস্থায় পুলিশ ১০৮ জনকে আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে এসব তরুণ ও কিশোররা একত্রিত হয় চুয়াডাঙ্গায়। তারা ওই কমিউনিটি সেন্টারে বসে পাবজি গেমস খেলছিল। খেলায় ২৫ দল ছিল। প্রতি দলে চারজন করে খেলছিল। খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার ও রানারআপ দলকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদানের বিষয়টি নির্ধারণ করা হয়েছিল।
পুলিশ আটককৃতদের কাছ থেকে মোবাইলফোন, বালিশ ও মালপত্র এবং মোবাইল যন্ত্রাংশ জব্দ করেছে।
ওসি জানান, আটককৃতদের মধ্যে ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের পিতামাতাকে ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে। ১৮ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা