ময়মনসিংহের ত্রিশালে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানকে চাপা দিয়ে হত্যার অভিযোগে আটক ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ত্রিশাল থানা পুলিশ ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে চালককে হাজির করলে বিজ্ঞ বিচারক মো. তাজুল ইসলাম সোহাগ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ড্রাইভার রাজুকে আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়।
ট্রাকচালক রাজু রাজশাহী জেলার বাঘা থানার আব্দুর রাজ্জাকের ছেলে। গত সোমবার রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যান অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম ও মেয়ে। ওই সময় রাস্তাতে জন্ম নেয় ফুটফুটে এক নবজাতক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন