পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে নেমে ইউসা আবদুল্লাহ (১৬) নামের এক পর্যটক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। তাদের বাসা ঢাকার মহাখালীর ডিওএইচএস এ।
বুধবার বেলা ১১টার দিকে ইনানী সী পার্ল পয়েন্টে সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের টানে হারিয়ে যায়।
নিখোঁজ ওই পর্যটক কিশোর মা-বাবা ও স্বজনদের সাথে ইনানী সৈকতে বেড়াতে এসে সী পার্ল বীচ রিসোর্টে উঠেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ওই শিক্ষার্থীসহ তারা ৪ জন চাচাতো মামাতো ভাই মিলে সমুদ্রে গোসলে নামেন। কিন্তু ৩ জন উপরে উঠতে পারলেও ওই শিক্ষার্থী ঢেউয়ের সাথে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। বিকাল ৫ টা পর্যন্ত তাকে খোঁজে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত