জমি-জমা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর চর শিবা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নুরু খা (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আহত হয়েছেন আরও অন্তত চারজন। সোমবার রাত ৮ টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দূর্গম চর থেকে গুরুত্ব আহত অবস্থায় নুরু খাকে গলাচিপা হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি- দুই গ্রামের বাসিন্দা আলী আকবর খা’র ছেলে নুরু খা ও মান্নান ভূইয়া গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে।
বিডি-প্রতিদিন/শফিক