বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার সকাল ১০টা দিকে ফকিরহাটের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ আবুল হাসান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন